বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

News Headline :
হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি, গোয়ালপোখরে দাবি রাহুল গাঁধীর

Reading Time: < 1 minute

সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে রাজ্যে ভোটপ্রচারে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী। বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এসেছেন তিনি। গোয়ালপোখরের পর মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের প্রার্থীর সমর্থনেও জনসভা করার কথা রাহুলের।

প্রসঙ্গত, নীলবাড়ির লড়াইয়ের নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথের মতো গেরুয়া শিবিরের রথী-মহারথীদের প্রচারে দেখা গেলেও কংগ্রেসের হেভিওয়েট নেতারা পা রাখেননি। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে ১৭ এপ্রিল, পঞ্চম দফার আগে জোড়া সভা করছেন রাহুল।

• নরেন্দ্র মোদীর লক্ষ্য একটাই। নিজেদের মধ্যে সকলকে লড়াই করিয়ে দেওয়া। যাতে তাঁরা প্রশ্ন করতে না পারেন।
• কত লোককে চাকরি দিয়েছেন নরেন্দ্র মোদী? ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন।
• এমন আইন তৈরি করেছেন, প্রথমে ছোট দোকারদারদের মেরেছেন, এখন কৃষকদের মারছেন।
• শ্রমিকেরা হাতজোড় করে বলেন, আমরা ঘরে যেতে চাই। তবে সোনার বাংলাওয়ালার বলেন, তোমারা না খেয়ে পেয়ে মরে যাও। সে সময়ই নরেন্দ্র মোদী নিজের ৫-১০ বন্ধুর কর মাফ করেন।
• মোদী’জি কারও সঙ্গে পরামর্শ না করেই লকডাউন করেন।
• করোনা এলে মোদী বলেন, হাততালি দাও। দীপ জ্বালাও। করোনা চলে গিয়েছে?
• মমতা’জি বলেন, ভোটের সময় খেলা হবে। খেলা খেলতে গেলে তো রাস্তায় হবে। এখানে কলেজে-বিশ্ববিদ্যালয়ের ময়দানে খেলা হবে। সেটা তো আপনি দেবেন না।
• করোনা নিয়ে চিন্তিত নয় কেন্দ্রীয় বা রাজ্য সরকার।
• এখনও পর্যন্ত ছোট দোকানদারেরা জিএসটি বুঝতে পারেননি। নোটবন্দির ফলে কারও ফায়দা হয়নি। কর কোথায় যায়? নরেন্দ্র মোদীর ৫-১০ বন্ধুর কাছে যায়।
• বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে।
• যে ভাবনা বিজেপি বাংলায় ছড়ানোর চেষ্টা করছে, তা-ই অসম, তামিলনাড়ুতে করছে বিজেপি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com