বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া জামালপুর ইসলাম পুর:
জামালপুর ইসলামপুর পৌরসভা ৯ নং ওয়ার্ড টংগের আলগা গ্রামে জামাল পুর দেওয়ান গন্জ প্রধান সড়কে ১৭ /৬/ ২০২২/ ইং বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিন সময় তিনটি অটো বাইক মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে জানা যায়
বাটিকামারী আকন্দবাড়ী মোহাম্মদ কালাম আকন্দের ভাই হামেদ আকুন্দ গত বুধবারে মারা যান এই খবর শুনে ময়মনসিংহের ত্রিশাল ভার্সিটির বাসিন্দা মোঃ সোহেল (৩২) ও তার স্ত্রী কনিকাকে নিয়ে; শশুরকে মাটি দিয়ে যাওয়ার পথে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে এতে সোহেল ও তার স্ত্রী কনিকা গুরুত্ব আহত হন এর সঙ্গে অনেকেই আহত হন সোহেল ও কনিকাকে তাড়াতাড়ি হাসপাতলে পাঠানো হয় জামালপুর যাওয়ার আগেই কনিকার স্বামী মোঃ সোহেল রাস্তায় মারা যায়। বর্তমানে অটো ৩টি ইসলামপুর থানার হেফাজতে রয়েছে