বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরের রায়,কলকাতা:
তেইশে আগস্ট বুধবার, ঠিক দুপুর বারোটায়, আইটিসি রয়েল বেঙ্গল হোটেলের প্রেক্ষাগৃহে, দ্য স্টাইল গ্রোভের কিউরেটর মিসেস বর্ষা ওয়াধ ওয়া চিরিমার ও রিচা শর্মার উদ্যোগে, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে, দ্য স্টাইল গ্রোভ প্রদর্শনী শুভ সূচনা হয়, এটি ফ্যাশন এবং লাইফ স্টাইল ট্রাঙ্ক শো, যেখানে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ কারীরা এই প্রদশনীতে তাদের জিনিস প্রদর্শীত করেছেন, জামা কাপড় জুতো থেকে শুরু করে লাইফ স্টাইলের বিভিন্ন জিনিস অর্নামেন্ট সহ এই প্রদর্শনীতে রয়েছে,এই প্রদর্শনীর শুভ সূচনায় উপস্থিত ছিলেন,, সম্মানীয় অতিথিদের মধ্যে সায়ন্তনী গুহ ঠাকুরতা, ইমরান জাকি, সানায়া, মেহতা ব্যাস, শ্রেয়া পান্ডে, জ্যোতি খৈতান, দিদিয়ের তালপাইন, রাজেন্দ্র সিং ,ভাবনা হেমানি, তানিশা জুনেজা, বর্ষা ওয়াধওয়া, রিচা শর্মা, রমেশ জুনেজা, লেখা শর্মা সহ অন্যান্যরা,এই প্রদর্শনী শুভ সূচনা করেন, এবং প্রত্যেককে উত্তরীয় পরিয়ে এবং হাতে একটি করে বৃক্ষ চারা গাছ দিয়ে সম্মান জানান,এই প্রদর্শনীতে যে সকল দেশের কোম্পানিরা, তাহাদের জিনিস নিয়ে অংশগ্রহণ করেছেন , তাহাদের মধ্যে কয়েকটি ব্র্যান্ড হলো, জিমার ম্যান, রেইনু টন্ডন, পোট্রেট ফার্মরিও, নীরজ ও আলপনা নিপাবাদিয়ানি, হাইপ টাইম, মল্লিকা ভাসিন এবং আরো অন্যান্যরা,স্টাইল গ্রোভের লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের দায়িত্বশীল ফ্যাশন পছন্দ করতে অনুপ্রাণিত করা এবং পুনো ব্যবহার ও টেকসই তা সম্পর্কে সচেতনতা করা, এই সম্বন্ধে দ্য স্টাইল গ্রোভের কিউরেটর মিসেস বর্ষা ওয়াধওয়া বলেন, ইভেন্টের সাফল্য উপস্থিতদের উৎসাহ এবং ব্যস্ততার পাশাপাশি ডিজাইনের শিল্পী এবং শিল্পের অভ্যন্তরীন্দের কাছ থেকে প্রাপ্ত ইতিবাচক সারা পেয়েছি,আয়োজকদের সম্পর্কে বলতে গিয়ে আনিশা জুনেজা এবং বর্ষা ওয়াধওয়া চিরিমার ফ্যাশন এবং লাইফ স্টাইল শিল্পী একজন স্বপ্নদর্শী ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করার জন্য নিবেদিত, তাদের ইভেন্টের সুনিশ্চিত কিউরেশনের মাধ্যমে তারা শিল্পের আ্যখান গঠনের জন্যে উল্লেখ্য, শুধুমাত্র অসামান্য ডিজাইনের প্রতিভা প্রদর্শন করেনি বরং টেকসই ও তার কারণ কেউ চ্যাম্পিয়ন করেছে। পুনঃ ব্যবহার ও প্রচারের মাধ্যমে।তবে উপস্থিত শ্রেয়া পান্ডে বলেন হয়তো এই ডিজাইনগুলি ও প্রদর্শিত জিনিসগুলি সবার পক্ষে কানা সম্ভব নয় কারণ এই জিনিসগুলি দাম বেশি, কিন্তু এই জিনিসগুলি সচরাচর কলকাতা পাওয়া যায় না , তাই এই প্রদর্শনীর মাধ্যমে যাতে কলকাতায় ব্যবসা বাড়াতে পারে এবং ব্যবসার সুযোগ পায়। এটা বড় কাজ করবে ব্যবসার ক্ষেত্রে।এবং কিছু শ্রেণির মানুষ এই জিনিসগুলি কেনার সুযোগ পাবে, যাহারা লাইফ স্টইল পছন্দ করেন।