admin
- ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ / ৮৯ Time View
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার কনফারেন্স(ICYA) উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ইয়াস বাংলাদেশ এইচএসটিইউ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস রুমে বুধবার(১৫ ফেব্রুয়ারি) বিকেল চারটায় সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন আয়োজকবৃন্দ। কনফারেন্সটি আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার কনফারেন্স (ICYA) বিশ্বব্যাপি অন্যতম প্রসিদ্ধ সম্মেলন | এই অনুষ্ঠানটি প্রতি বছর একটি নতুন থিম নিয়ে অনুষ্ঠিত হয়। এ বছরের স্লোগান “Smart Farming through Youth Leadership: Possibilities, Opportunities and Beyond”
আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণ করবে দেশ এবং দেশের বাইরের প্রায় বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের দুই’শ শিক্ষার্থী ও প্রতিনিধি।
এছাড়াও স্পিকার হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানীরা এবং দেশ এবং বিদেশের নামকরা ইউথ আইকন রা।
ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার এই মহা আয়োজনকে ঘিরে থাকছে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট প্রদান, বিভিন্ন ডেলিগেট এ্যাওয়ার্ড প্রদান, কালচারাল সিরিমনি, কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, গ্রান্ড ডিনার, সারপ্রাইজিং ইভেন্টসহ আরও নানা চমক। ইয়াস বাংলাদেশ এইচএসটিইউ কর্তৃক আয়োজিত এই সম্মেলনে স্মার্ট ফার্মিং সম্পর্কে যুবকরা একটি উপকারী জ্ঞান অর্জনের জন্য অংশগ্রহণ করতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে তরুণরা স্মার্ট ফার্মিংয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাই তরুণদের সহজেই প্রভাবিত করার এবং নতুন কিছু শেখানোর উদ্দেশ্যে এই প্রোগ্রাম এর আয়োজন।
উল্লেখ্য, ইয়াস (IAAS) হলো বিশ্বের সবচেয়ে বড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যা কৃষি ও কৃষি সম্পর্কিত বিভাগে ১৯৫৭ সাল থেকে সারা বিশ্বে অবদান রেখে যাচ্ছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশে ইয়াস সক্রিয় ভূমিকা পালন করছে এবং বর্তমানে বাংলাদেশে ১২০০ এর বেশী সক্রিয় সদস্য সহ সারা দেশে ১২ টি লোকাল কমিটি রয়েছে। ইয়াস বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, ইভেন্ট, ট্রেইনিং সেশন অয়োজন করে এবং কৃষি সম্পর্কিত কোম্পানি এবং সংস্থাগুলিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইন্টার্নশিপ প্রদান করে, বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে সুযোগ প্রদান করে।