শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
কোহিনুর ইসলাম, কুষ্টিয়া :
‘খোকসা কমিউনিটি লাইব্রেরী’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০১৫ সালের ২৮শে ডিসেম্বর এই দিনে লাইব্রেরীটি প্রতিষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার, খোকসা উপজেলার, শিমুলিয়া ইউনিয়নের, পাইকপাড়া মির্জাপুর গ্রামে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে। দোচালা টিনশেড ঘর, পাকা মেঝেতে লাইব্রেরী প্রতিষ্ঠা করেন কাঠমিস্ত্রি মোঃ জসিম উদ্দীন। লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জসিম উদ্দিন গতকাল সকাল ১০টায় লাইব্রেরীতে লাইব্রেরীর ৫০-৬০ পাঠক পাঠিকাদেরকে সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পাঠক টুম্পা বিশ্বাস বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা লাইব্রেরীর পাঠক আজ আট বছর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি আমাদের খুব ভালো লেগেছে। এসময় জসিম উদ্দিন বলেন, লাইব্রেরীটি আমি নিজে প্রতিষ্ঠা করলেও আজ আমার একার মধ্যেই লাইব্রেরীটি সীমাবদ্ধ নয়, এর বাইরের অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ লাইব্রেরী প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। যার ফলে আজ আট বছর লাইব্রেরী পরিচালনা করতে পেরেছি অনেক সহজে। একশত বই নিয়ে লাইব্রেরীর পথ চলা শুরু করেছিলাম এখন আমাদের বইয়ের সংখ্যা তিন হাজারের অধিক এবং পাঠক সংখ্যা ৪৯০ জন । এজন্য আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনে লাইব্রেরীপ্রেমী মানুষদের আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।