বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মিজানুর রহমান, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ উপজেলার শফি মিয়া মর্ডান মার্কেটে রংপুর গার্মেন্টসের কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে দোকানের পেছনের রুমের ওয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে চোররা এ চুরি করেছে। দোকানের মালিক বলেন- প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে আমি ও কর্মচারীরা চলে যাই। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখি ড্রেসিং রুমের দেওয়াল ভাঙ্গা ও ক্যাশ বক্সে থাকা প্রায় ২ লক্ষ ১৮ হাজার টাকা চুরি করেছে চোররা।
রংপুর গার্মেন্টস এর মালিক মোঃ মাজেদুল ইসলাম মিন্টু আরো জানান – আমার কাপড়ের দোকানে চুরির ব্যাপারে থানায় অভিযোগ করেছি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।