শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

কুয়াশার চাদরে ঢাকা রাবি ক্যাম্পাস

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুরো ক্যাম্পাসজুড়ে ঘন কুয়াশাই আচ্ছন্ন। রোববার (১৪ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এতদিন শীত অনুভূত হলেও তীব্র কুয়াশার দেখা মেলেনি। তবে গত কয়েকদিন থেকে তীব্র কুয়াশা পড়তে দেখা যাচ্ছে ক্যাম্পাসজুড়ে। সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে আগের থেকে অনেক বেশি। ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কাঠ-খড়ি পুড়িয়ে আগুনের উষ্ণতা নিচ্ছে।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, প্যারিস রোড, বুদ্ধিজীবী চত্বর, আমতলাসহ পুরো ক্যাম্পাস তীব্র কুয়াশায় ঢাকা পড়েছে। তীব্র কুয়াশায় এক আবাসিক হল থেকে অন্য আবাসিক হল ও একাডেমিক ভবন থেকে অন্য একাডেমিক ভবন দেখা যাচ্ছে না। কিছু দূর গেলেই কোনো মানুষকেও চোখে পড়ছে না। গাছের পাতায় ও ঘাসের ডগায় শিশির জমে আছে। এদিকে বেলা গড়াতেই ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় কাঠ-খড়ি পুড়িয়ে শীত নিবারণের পাশাপাশি গানের আসর বসান শিক্ষার্থীরা। শীত আগমনীতে ক্যাম্পাসের রঙ-বেরঙের ফুল যেন সবার মন কাড়ে। গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কসমস, অ্যাস্টার, সিলভিয়া, জিনিয়া, গাঁদাসহ নানান প্রজাতির ফুলের সৌরভে মুখরিত হয় ক্যাম্পাস ও আবাসিক হলের প্রতিটি অঙ্গন।
সকালে তীব্র কুয়াশার মাঝেও হাঁটতে বের হয়েছেন শামীম আক্তার নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, রাজশাহীতে শীতের মাত্রা বেড়েছে। কাল রাত থেকে বেশি শীত পড়েছে বলে মনে হচ্ছে। আজ রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো সম্ভব হয়নি। কিছু দূরত্বেই কাউকে দেখা যাচ্ছে না। যাত্রীবাহী গাড়িগুলো যেন আস্তে ধীরে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখার আহŸান জানান তিনি।
শহীদ জিয়াউর রহমান হলের এক কর্মচারী বলেন, শীত অনেকের কাছে উপভোগের হলেও অনেকের কাছে কষ্টের। আমি প্রতিদিন রাতে ডিউটি করি। অন্যদিনের তুলনায় আজ ঠান্ডা পড়েছে বেশি এবং কুয়াশায় কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। রাজশাহীতে শীতের মাত্রা বাড়তে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com