শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
Reading Time: 2 minutes
হারুন উর রশিদ সোহেল,রংপুর:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিভাগীয় নগরী রংপুরে পদযাত্রা করেছে বিএনপি।শনিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে দলটির মহানগর ও জেলা কমিটির নেতাকর্মীরা পদযাত্রা বের করে। পদযাত্রাটি নগরীর শ্যালো মার্কেট, শাপলা চত্বর হয়ে জীবন বীমা মোড়, প্রেসক্লাব এলাকা ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা.এজেডএম জাহিদ হোসেন, বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কাকসুর সাবেক জিএস ও বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলন, মহানগর কৃষক দল আহবায়ক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ লাবু, জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শামীম আহমেদ, এসময় মহানগর বিএনপি নেতা সুলতান আলম বুলবুল, রুহুল আমিন বাবলু, মির্জা বাবর বাবলু, আব্দুস সালাম, মহিল দল নেত্রী এ্যাড.রেজেকা সুলতানা ফেন্সি, জেলা মহিলা দল সভাপতি স্বর্ণা বেগম, সাধারণ সম্পাদক রতœা বেগম, মহানগর মহিলা দল সাধারণ সম্পাদক আরজানা বেগম, জেলা ওলামা দলের আহবায়ক ইনামুল হক মাজেদী, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান অরুপ, সদস্য সচিব রবিউল ইসলাম, পীরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেবু মন্ডল, সাবেক সহ-সভাপতি ফিরোজ রাব্বনী, জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙা, সাখাওয়াত হোসেন শাহান, ওয়াহেদুজ্জামান মাবু প্রমুখ। এছাড়াও জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তরা বলেন, বর্তমান সরকার চক্রান্তমূলকভাবে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা প্রদান করে আসছে। সুচিকিৎসার অভাবে তার জীবন এখন বিপন্ন। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আমাদের আজকের এই পদযাত্রা। এই সরকারের অধীনে এদেশে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে হলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার। এজন্য বিএনপি সব সময় রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলেও বক্তারা বলেন