রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মোঃ সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহর এলাকায় সবুজ শিক্ষালয় কোচিং সেন্টার চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা। মন্ত্রী পরিষদ ঘোষিত বিধিনিষেধ কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা কোয়াক্কা না করে, গোপনে উপজেলার বাইপাস এলাকার সবুজ শিক্ষালয় কোচিং সেন্টারের পরিচালক ক্লাস চালু রাখার দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে, উপজেলার বাইপাস এলাকার সবুজ শিক্ষালয় কোচিং সেন্টারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মাহমুদ আল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগত ১০ হাজার টাকা জরিমানা করেছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মাহমুদ আল হাসানের সঙ্গে কথা হলে তিনি জানান, করোনাকালীন সময়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে, গোপনে কোথাও কোচিং সেন্টার চালু রাখা হলে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।