বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মোঃ সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করেই চলছে একটি চক্র।
গত ১২ জুলাই সোমবার দিবাগত রাতে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন, চাকলী গ্রামের মাহবুবুর এর বরেন্দ্র সেচ পাম্পের কাজে ব্যবহারিত পল্লী বিদ্যুৎ এর ৩ টি ট্রান্সফরমার চুরি করেছে দুঃসাহসিক চোর।
একই রাতে কচুয়া ইউনিয়ন শতিতলা গ্রামের ফেরদাউস হোসের বরেন্দ্র সেচ পাম্পের কাজে ব্যবহারিত পল্লী বিদ্যুতের ৩ টি ট্রানেফরমার চুরি করেছে এক চক্র।
ভুক্তভোগী পরিবার মাহবুবুর রহমান বলেছেন,আমার প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
এব্যাপারে সাঘাটা থানায় একটি জিডি করা হয়েছে। যার জিডি নম্বর ৪৬৫।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সংগে কথা বললে তারা জানান, এ ব্যাপারে আমাদের করার কিছুই নেই।