বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট স্থানীয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসান কবীর, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবিয়া বেগম ও প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।উদ্বোধনী খেলায় খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কামারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এই টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নিচ্ছে।