বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া,ইসলামপুর:
জামালপুরের ইসলামপুর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ৭০ জন ভিক্ষুকদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ উপকরণ সামগ্রী বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রোমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিনসহ আরও অনেকেই।
জানা গেছে, উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৬০ জন ভিক্ষুকদের মাঝে ছাগল ও ১০ ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এর আগে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য
১০টি পরিবারের মাঝে ৩০টি ছাগল ও ১৮ জন মৎস্য চাষীদের মাঝে ১৮৫০ কেজি কার্প ফিড বিতরণ করা হয়।