রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী:
রাজশাহী মহানগরীতে দিনে অটোরিকশা চালক হলেও রাতে ছিনতাই করতেন মো. সুরুজ শেখ(২৭) নামের এক যুবক।
রোববার (১৪ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে সাগরপাড়া বটতলা মোড় থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
এ সময় তার কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা, একটি বাটযুক্ত স্টিলের ধারালো চাকু, নগদ এক হাজার টাকা ও ছিনতাইকৃত একটি পেকো এক্স-৩ প্রো মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতার ছিনতাইকারী সুরুজ শেখ মহনগরীর মতিহার থানার ফুলতলা এলাকার মোঃ লালু শেখের ছেলে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ভিটিদাউদপুর এলাকার মোঃ আরিফ মিয়া নামের এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ছিনতাইকারী সুরুজকে গ্রেফতার করা হয়। অভিযোগকারী জানান, (১১ আগস্ট) সাড়ে সকাল ১০টার দিকে শিরোইল বাসস্ট্যান্ড থেকে নেমে বাজারে যাওয়ার উদ্দেশ্যে সুরুজের অটোরিকশায় ওঠেন আরিফ। পথে রাণী বাজার এলাকায় পোরশা হার্ডওয়ারের অদূরে অটোরিকশা থামিয়ে আকস্মিকভাবে এলোপাতাড়ি চরথাপ্পড় মেরে পেটে ধারালো চাকু ঠেকিয়ে ৩ হাজার টাকা ও পেকো এক্স-৩ প্রো ব্রান্ডের একটি মোবাইল ছিনিয়ে নিয়ে সটকে পড়ে সে।
এ ঘটনার পর ভুক্তভোগী বোয়ালিয়া থানা একটি অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত ছিনতাইকারীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী সুরুজ স্বীকার করে, সে দিনে অটোরিকশা চালালেও রাতে অটোরিকশা চালকের বেশে রাজশাহী মহানগরীতে আগত সাধারন লোকজনকে অটোরিকশায় উঠিয়ে নির্জন স্থানে নিয়ে ধারালো চাকু দেখিয়ে অর্থ, মোবাইল ফোন এবং মূল্যবান বস্তু ছিনতাই করে নিতো। তবে এবারে আরিফ মিয়ার করা অভিযোগে তিনি ডিবি পুলিশের হাতে ধরা পড়েন বলে জানানো হয়। এ ব্যপারে ছিনতাইকারি সুরুজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।