বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে অর্ধশত বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার সিরাজগঞ্জে দিগন্ত জুড়ে সরিষা ফুলে সেজেছে মাঠ, মধু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে মৌ-চাষীরা রাজশাহীতে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মিথিলা-সহ গ্রেফতার ২৭ শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে ছয় জন গুরুতর আহত খুনিরা অধরা পাবনায় জুলাই আগষ্ট বিপ্লবে নিহত-আহতদের পরিবার আতংকিত শহীদ নিলয়ের পরিবার ভয়ে মামলা করেনি ভিসি প্রো-ভিসি নিজেরাই কোটার সুবাধে চেয়ারে বসে আছে-রাবি কর্মচারী পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডিপুটি স্পিকার কারাগারে পাবনায় মোটর সাইকেল ছিনতাই ২জন গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার রাজশাহীর তানোরে বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুরের বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ শ্যামনগর প্রধান সড়কে বিচালী ইট কাঠ নেটের ঘেরা

দীর্ঘদিন পর খুলল রংপুর মহানগর বিএনপি কার্যালয়

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো:
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হয়েছে রংপুর মহানগর বিএনপির কার্যালয়। গতকাল রোববার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির তালাবদ্ধ কার্যালয়টিতে আসেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম মিজু’র নির্দেশনামতে ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম চৌধুরী। এর পরেই বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা আসতে শুরু করেন। দীর্ঘদিন পর নেতাকর্মীদের পদচারণায় মূখরিত হয়ে উঠে গ্রান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয়। বিকেল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীরা কার্যালয়ে অবস্থান করে সমসাময়িক রাজনীতি, আওয়ামী সরকারের ষড়যন্ত্রমূলক মামলা, বাঁধা, হয়রানি, ভোটার বিহীন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, রংপুর শহর যুবদলের সাবেক সভাপতি ও রংপুর পৌরসভার সাবেক কমিশনার ইকবাল শহীদুল ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাদিম মোস্তফা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, মহানগর তাঁতী দলের সাবেক আহবায়ক শাহেদ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান পপিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পদক মো: সাজিদুল মিলন, শ্রমিক দল নেতা মনিরুল ইসলাম মিন্টু প্রমুখ। এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন। এসময় মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির সিনিয়র সদস্য রুহুল আমিন বাবলু, জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, মহানগর মৎসজীবি দলের সাবেক সভাপতি, সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সুজন ও যুবদল নেতা লিখনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়াও শোকসভার কর্মসূচী গ্রহণ করা হয়।
এর আগে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষেও ঘটনার পরেই দেশব্যাপী হরতাল কমসূচী ঘোষণা করে দলটি। এর পরেরদিন হরতালের সমর্থনে মিছিল থেকে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনসহ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হন। এর পর থেকে পুলিশ হয়রানি, মামলা, ধরপাকড় ও গ্রেফতার আংতকে কার্যালয়টি বন্ধ ছিল। গতকাল রোববার থেকে আবারও খোলা হলো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com