বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ জামালপুর :
জামালপুর জেলার সানন্দবাড়ী পিআইসি’র ডাংধরা ইউনিয়ন পুর্ব বিন্দুর চর গ্রামের সুলতানা আক্তার মিম(১৮) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার অভিযোগ উঠেছে। ২২ফেব্রুয়ারী সকালে সাইদ-মমতাজ দম্পত্তির মেয়ে ভাই মামুনের সাথে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান প্রতিবেশীরা। ঘটনাস্থলে জানা যায় গত কিছু দিন আগে প্রেম গঠিত কারণে বিয়ে করেছিলেন মিম, কিছু দিনের ব্যবধানে আবার ডিভোর্স হয়। পুরাতন প্রেমিক স্বামীর সাথে পুনরায় যোগাযোগ স্থাপনের কারনে ভাই মামুন ও বোন মিম এর সাথে কথা কাটাকাটি হয়। মৃত্যু মিমের মাতা মমতাজ বেগম ( বিমলা) এর ভাষ্য মতে ভাই মামুন বোন মিমকে শাসালে সবার চোখ ফাঁকি দিয়ে এমনটা করে। এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যু ব্যাক্তিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।