বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ জামালপুর :
আজ বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। সে উপলক্ষে কেক কাটা, দোয়া,মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। জানা যায়, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। প্রথম আবুল কাশেমকে আহ্বায়ক করে যুবদলের কমিটি গঠন করা হয়। পরে আবুল কাশেমকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। অনুষ্ঠান সুচী মোতাবেক সকাল ৯:০০ টায় ডাংধরা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, কারামুক্তি ও দলের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর ডাংধরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মমতাজুল ফারুক বিপ্লব এর নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী আনন্দর্যালিতে অংশ নেন। র্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাউনিয়ারচর বাজার মেইন রাস্তা হয়ে রাস্তার মেইন মেইন পয়েন্টে প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের পুর্ব পাশে বিএনপি অফিস সংলগ্ন মাঠে উপস্থিত হয়। এসময় আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ এর সঞ্চালনায় যুবদলের আহবায়ক মোঃ মমতাজুল ফারুক বিপ্লব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সারওয়ার-ই আলম, ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখেরুজ্জামান (নয়া), সাবেক সভাপতি মোঃ আঃ রশীদ ফটিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি আঃ সামাদ, সহ-সভাপতি মোহসিন উদ্দিন মিলন, সেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান কবীর, যুবদলের যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান জোসনা, যুগ্ন আহবায়ক হাসান আলী, যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমান, যুবদলের আহ্বায়ক সদস্য প্রভাষক জাকিউল ইসলাম প্রমুখ। বক্তব্যে বেগম খালেদা জিয়ার কারামুক্তি, বিএনপির সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবী জানান। সকল নেতৃবৃন্দকে আবার শক্তিশালী অবস্থান নিয়ে কেন্দ্রীয় কমিটির ডাকে আন্দোলনে অংশ নেওয়ার আহবান জানান। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা,র মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। একই ভাবে দেওয়ানগঞ্জ উপজেলা যুবদল সহ চরআমখাওয়া, পাররামরামপুর, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানী, চুকাইবাড়ী ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।