সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন, চাল,ডাল, তেল, আটা, চিনিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগরীর তাজহাট থানা বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাজহাট থানার চকবাজার কামারের মোড় থেকে পদযাত্রা বের করে দলটির নেতাকর্মীরা। পদযাত্রাটি চকবাজার, কলেজিয়েট স্কুল মোড়, লালবাগ, কলেজপাড়া হয়ে দর্শনা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, মহানগর বিএনপির সদস্য প্রভাষক শাহিনুল ইসলাম, মহানগর তাঁতী দলের সদস্য সচিব এমএম আলম পান্না, কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ। এসময় মহানগর বিএনপি নেতা ফরিদুল গণি রুবেল, পীরগঞ্জ উপজেলা বিএনপি নেতা গোলাম রাব্বানী, ২৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মমিনুল ইসলাম মমিন, শাহ জালাল, ৩২নং ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল ইসলাম সাকু, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, তাজহাট থানা যুবদল নেতা আবু বক্কর মিয়া, রহিদুল ইসলাম, ১৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান, সাবেক তামপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: মিলন মিয়া, তাজহাট থানা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান অরুপ, সাংগঠনিক সম্পাদক আবু তালহা, ৩২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ সহ তাজহাট থানা বিএনপি, ১৫,২৮,৩১ ও ৩২ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল পরিমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা, বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান। অন্যথায় আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।