বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, বিএসটিআই রংপুর :
২০.০২.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন নীলফামারী এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে নীলফামারী জেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে-মেসার্স মুক্তা ট্রেডার্স, ঢেলাপীর বাজার, সদর, নীলফামারী প্রতিষ্ঠানকে বৈধ ভেরিফিকেশন সনদ বিহীন ওজন যন্ত্র ব্যবহার করায় ২০০০/- টাকা জরিমানা করে মামলা নিষ্পত্তি করা হয়। এছাড়াও মেসার্স ফ্রেন্ডস ফিলিং স্টেশন ও মেসার্স এস এস ফিলিং স্টেশন, সদর, কুড়িগ্রাম প্রতিষ্ঠান ২টির ডিজেল ও অকটেন পণ্য পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া অবৈধ কারখানা চিহ্নিতকরণ ও লাইসেন্স গ্রহণের জন্য নিম্নোক্ত প্রতিষ্ঠান সমূহে সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়: ১) মেসার্স আরমান অয়েল মিল৷ কয়া গোলাহাট, সৈয়দপুর, নীলফামারী, ২) মেসার্স নূরউদ্দিন ফুড প্রোডাক্টস, বসুনিয়া মোর, সৈয়দপুর, নীলফামারী, ৩) মেসার্স সাগর শান্ত অয়েল মিল, বসুনিয়া মোর, সৈয়দপুর, নীলফামারী, ৪) মেসার্স স্নো বল আইস্ক্রিম, বাশবাড়ি, সৈয়দপুর, নীলফামারী। উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজোয়ান ইফতেকার। প্রসিকিউটিং হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই এর পরিদর্শক (মেট্রোলজি) জনাব আহসান হাবীব এবং ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ তাওহিদ আল-আমিন। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ),উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।