সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা. পাবনা :
পাবনায় সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে ৩ যুবদল কর্মী আহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রামচন্দ্রপর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের মোঃ হাল্টু সেখের ছেলে মো সুনাই শেখ (৩২), মোঃ তুহিনের ছেলে রনি (৩০) ও বাংলা বাজার স্কুল পাড়ার মোঃ বাবলুর ছেলে স¤্রাট (২২)। স্থানীয়রা জানায়, এলাকার প্রভাব বিস্তার নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে পাবনা জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী শহর থেকে বাংলাবাজারে গিয়ে স্থানীয়দের হুমকি দিতে থাকে। এ ঘটনায় বাংলাবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাবনা থানার এসআই জাকির সঙ্গিয় পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে উপস্তিত হন। এ সময় সাদ্দাম ও তার সন্ত্রাসীরা পুলিশের সামনে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করতে থাকে। এ সময় সুনাইয়ের পেটে গুরুত্বর জখম হওয়ায় পেট থেকে ভুড়ি বের হয়ে যায় এবং রনির চোখে গুরত্বর জখম হয় এবং স¤্রাটের পায়ে ছুরিকাঘাত করা হয়। আহতদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুনাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত রনি ও স¤্রাট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনার বিষয়ে এসআই জাকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, উত্তেজনার খবর পেয়ে আমি ও সঙ্গিয় পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে গিয়ে দুই গ্রæপকে শান্ত করে সরিয়ে দিয়ে চলে আসি। আমরা চলে আসার পর হামলার ঘটনা ঘটেছে। পরে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম ঘটনাস্থলে পৌছান জানান, এসআই জাকির।
হামলার ঘটনায় বাংলাবাজারে শুক্রবার বিকালে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাবুলের নেতৃত্বে সাবেক সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি আব্দুল বারেক, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রতন মেম্বার, রেজাউল মেম্বার, বিএনপি নেতা আব্দুল ওহাব, বাদশা, রবিউল ইসলাম, হামিদ, সাধারণ সম্পাদক দোগাছি ইউনিয়ন যুবদল মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, সহ-সভাপতি রফিক মোল্লা, উজ্জ্বল শেখ, ডাবলু শেখ, সহ-সাধারণ সম্পাদক পলাশ হোসেন, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ ছাত্রদল ও সকল অংগ সংগঠনের নেতা কর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।