রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
এক সময়ের মাদকের সম্রাজ্য হিসেবে বহুল পরিচিত পাবনার ঈশ্বরদীর লোকোসেট তিনতলা ও পূর্ব নূরমহল্লা বস্তিপাড়া এলাকায় কোনোভাবেই থামছে না মাদকের জমজমাট ব্যবসা। সর্বত্রই বিক্রি হচ্ছে মরণ নেশা ইয়াবাসহ গাঁজা-ফেনসিডিল ও হেরোইন। হাত বাড়ালেই এসব নেশা জাতীয় দ্রব্য পাচ্ছে সব শ্রেনী পেশার মানুষ। পুরানোদের সহযোগীতায় নতুন করে উঠতি বয়সের যুবকরা ছদ্মবেশে এ সব এলাকায় ছড়িয়ে দিচ্ছে মাদকের বিস্মৃতি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানাগেছে, ঈশ্বরদী শহর ও এর আশপাশের এলাকাগুলোতে ছদ্মবেশে ফেরি করে মাদক বিক্রি করছে একটি চক্র। এরা কেউ কেউ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায়, ধর্মীয় লেবাসসহ নানা পরিচয়ে ফেরি করে বেড়াচ্ছেন ধ্বংসাত্বক মাদক। নামাজি সেজে মাথায় টুপি, পাঞ্জাবি পরে পরিচয় দিয়ে বিক্রি করছে ইয়াবা। প্রশাসনকে বুদ্ধাঙ্গুগুলি দেখিয়ে লোকোসেট বিহারী পাড়া এলাকায় নিজ বাড়ীতে ইয়াবার রমরমা ব্যবসা করছেন রুনু। একই এলাকায় হিকমতের বাড়ির সামনে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছেন মাদক সম্রাট নেকলেস আরমান। শুধু তাইনয় তিনতলা এলাকার মাদকের বাদশা এবং একক ভাবে মাদকের স্বর্গরাজ্য তৈরি করেছেন একাধিক মাদক মামলার আসামি গুড্ডু ও তার সহযোগী হরজত। পূর্ব নূরমহল্লায় বস্তিপাড়া সুফির চায়ের দোকানের পিছনে প্রকাশ্যে মাদক বিক্রয় করে আসছেন মাদকের শিরোমনি খ্যাত চঞ্চল । এসব মাদক ব্যবসায়ীদের খুটির জোর খুঁজতে গিয়ে তাদের সঙ্গে কিছু প্রশাসনের সোর্স এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিছু নেতার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে । এই নেতাদের সঙ্গে মাসোহারা বিনিময়ের মাধ্যমে এই সমস্ত কুখ্যাত মাদক সম্রাটরা তাদের মাদকের স্বর্গরাজ্য বিনা প্রতিকূলতায় পরিচালনা করে আসছে বলেও এলাকাবাসী সূত্রে জানা গেছে। মাদকদ্রব্য নির্মূলে প্রশাসন যখন সর্বোচ্চ সচেষ্ট থাকার ঘোষনা দিচ্ছে ঢাক ঢোল পিটিয়ে ঠিক তখনই শহরের প্রাণকেন্দ্রে মাদকের ছড়াছড়িতে প্রশাসনের কর্মকান্ড নিয়ে সচেতন মহলে নানা মুখি প্রশ্ন উঠেছে।