সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা ঈশ্বরদী শহরের মধ্যে একমাত্র পুলিশ ফাঁড়ি আমবাগান।এই খানে ১৫/২০ জন ষ্টাফ রয়েছে। তাঁদের পানি সমস্যা প্রকট আকারে ধারন করেছে । টয়লেটে গেলে পানি থাকে না। গোসল সময় মতো করতে পারে না। একমাত্র টিউবওয়েলের পানি দিয়ে তাদের সব কাজ করতে হয়। আর এই টিউবওয়েলের পানিতে রয়েছে আয়রন। খাওয়ার মতো নয়। অথচ এই পানি দিয়ে গোসল রান্নার কাজ সারতে হয়। অপরদিকে টিউবওয়েলের কাছ থেকে টয়লেট একটু দুরুত্ব রয়েছে।টয়লেটে পৌরসভা পানি লাইন রয়েছে কিন্তু সব সময় পানি পাওয়া যায় না । কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দিতে যায় তাহলে বদনা নিয়ে এসে টিউবয়েল থেকে বদনীতে পানি নিতে হয়। আবার যদি কেউ মনের ভুলে খালি হাতে ওয়াশরুমে যায় তাতে কতটা বিব্রত দেখা যায়। যদিও এখানে পৌরসভার পানির ব্যবস্থা আছে তাও সব সময় পানি সরবরাহ হয়না বলে জানা গেছে। কারন পৌরসভার পানি সময় পানি পাওয়া যায় আর বাকী সময় পাওয়া যায় না ।১৫/২০ জন ষ্টাফ যেখানে প্রতিনিয়ত কাজ করে চলছে। অথচ এখানে এমন সমস্যা দ্রুত সমাধানের দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অপরদিকে অনেকেই বলছে এখানে একটি সাবমারসিবল মটর বসালে এই সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা নজর দেয়া দরকার বলে সচেতন মহল মনে করেন।