শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম.আর রাসেল, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব থেকে তিনজন পদত্যাগ করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৯ এপ্রিল ) সন্ধ্যায় পদত্যাগ চেয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারা।
জানাগেছে, সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা, সঠিক মূল্যবোধ এবং একক সেচ্ছাচারীতার অভিযোগে সংগঠনের সকল প্রকার দ্বায়িত্ব থেকে নিজেদের অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগকারীরা হলেন মাইটিভি ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সবুজ মোল্লা, কলকাতা টিভির পাবনা প্রতিনিধি তালুকদার রাসেল ও বাংলা খবর এর প্রতিনিধি রাসেল হোসেন।
উল্লেখ্য কিছু দিন আগে একই অভিযোগে পদত্যাগ করেন, সিনিয়র যুগ্ন-সম্পাদক এবং জিটিভি প্রতিনিধি মো. নাসিম, সহঃ সাধারণ সম্পাদক এবং এশিয়ান টিভি ও ভোরের ডাক প্রতিনিধি পায়েল হোসেন রিন্টু, সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ সমাচার’র বিশেষ প্রতিনিধি মোঃ তুহিন হোসেন, সহঃ দপ্তর সম্পাদক এবং সাপ্তাহিক সমকোণ’র নির্বাহী সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম রোহান, ক্রীড়া সম্পাদক এবং দৈনিক আজকের বসুন্ধরা’র স্টাফ রির্পোটার মোঃ হাফিজুর রহমান, সদস্য এবং দৈনিক দেশ প্রতিদিন’র প্রতিনিধি মোঃ নিক্কন ইসলাম, সদস্য এবং দৈনিক শুভ দিনের স্টাফ রিপোর্টার মোঃ আশরাফ, সদস্য এবং স্টাফ রির্পোটার সাপ্তাহিক সমকোণ মোঃ মোমিন উদ্দীন। সর্বপোরি ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন পদ থেকে অব্যহতি নিয়েছে ১১ জন সদস্য।