রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, সুজানগর পাবনা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা (অনূর্ধ্ব -১৭) উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) সবুর আলী সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জর্জ এর পরিচালনায় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সরদার আব্দুর রউফ, ইউনুছ আলী বাদশা,রাজা হাসান,যতিন, মজিবুর রহমান সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে নাজিরগঞ্জ ইউনিয়ন ও দুলাই ইউনিয়ন অংশগ্রহণ করেন।