বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো:মোরসালিন ইসলাম,দিনাজপুর:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার সকাল ১০টায় উপজেলার সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,পৌর মেয়র আলহাজ¦ মোঃ মাহামুদ আলম লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া,পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী,সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুরার প্রমূখ। উদ্বোধনী খেলায় সুজাপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় বনাব চাঁদপাড়া সরকারী প্রাথমিক বিদ্যলয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। সুজাপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ৩-২ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।