মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃমোরসালিন ইসলাম,দিনাজপুর:
দিনাজপুরের ফুলবাড়ীতে নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি ফুলবাড়ী উপজেলা শাখা এর আয়োজনে আলোচনা সভা ও বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
গতকাল (১৫ জুলাই) শনিবার সেলফ ওয়ে রেসিডেনশিয়াল স্কুল এন্ড কলেজ হলরুমে সকাল ১১ টায় অনুষ্ঠানে এনবিকেপিএসএস ফুলবাড়ী উপজেলা শাখার সচিব মোঃ মোকারম হোসেন বিদ্যুৎ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এনবিকেপিএসএস ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ড এর সচিব মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিচকেপিএসএস দপ্তর সচিব মোঃ লুৎফুল্লাহ ।
বৃত্তি পরীক্ষা ২০২২ এ মোট সাতটি প্রতিষ্ঠানের ২০৪ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ২০ জন এবং সাধারণ গ্রেডে বৃদ্ধি পেয়েছেন ৩৪ জন। এ সময় বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।