শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

বগুড়াতে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মত আবার ফিরবে—-তামিম

বগুড়াতে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মত আবার ফিরবে----তামিম

Reading Time: 2 minutes

নুর হোসেন, বগুড়া :বগুড়াতে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মত আবার ফিরবে—-তামিম ইকবাল খাঁন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খাঁন বলেছেন, বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়া। আশা করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মত আবার ফিরবে। বগুড়ায় ক্রিকেট একাডেমী হলে মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়ের মত প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমকে প্রেজেন্ট করতে পারে। আমি বগুড়ায় অনেক বার এসেছি। আমার খুবি প্রিয় বগুড়ার আমি বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি। তিনি আরো বলেন, ক্রিকেট বা ফুটবল নয় যে কোন স্পোর্টস প্রোগ্রামে সব সময় আমাকে কাছে পাবেন। একটা সময় ছিল ২০-২৫ বছর আগে প্রচন্ড পরিমাণ এরকম টুর্নামেন্ট হতো বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। মাঝখানে এটা ধীরে ধীরে কমে যাচ্ছিল। এখন আস্তে আস্তে এসব টুর্নামেন্ট ফিরে আসছে। খেলা হচ্ছে বিভিন্ন মাঠে ফুটবল বলেন ক্রিকেট বলেন ভলিবল বলেন বা গ্রাম্য বিভিন্ন খেলা হচ্ছে। এসব টুর্নামেন্ট বেশি বেশি হওয়া প্রয়োজন কারণ এখনকার বাচ্চারা খেলতে যাবে, খেলা দেখতে যাবে, এগুলো দেখেই এরা শিখবে এবং খেলবে বিভিন্ন মানুষের সঙ্গে মিসবে। ৩১ অক্টোবর শুক্রবার বিকাল বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে বগুড়া ফুটবল একাডেমীর আয়োজনে বিএফএ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। বগুড়া ফুটবল একাডেমীর আয়োজনে বিএফএ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বেলুন ও ফেন্টুর উড়িয়ে উদ্বোধন করেন উদ্বোধক বগুড়া ফুটবল একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন। ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীত ও ফিফা থিম সং বাজিয়ে মাঠে নামে খেলোয়াররা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুন যুব সংঘ। খেলা শুরুর পূর্বে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় মাঠ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া ফুটবল একাডেমীর আয়োজিত বিএফএ ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেন বিদ্যুৎ বয়েজ ক্লাব। খেলা শুরুর প্রথমআর্ধে ১-০গোলে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। খেলার পুরোটা সময় আর কোন গোলের দেখা পায়নি দুই দল। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রাফি ও প্রইজমানি তুলেদেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খাঁন। এতে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বগুড়া ফুটবল একাডেমীর সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com