বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
তারিক মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
সোমবার বিকাল ৪ টায় গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা ইট ভাটা সংলগ্ন খেলার মাঠ প্রাঙ্গনে মাসুদুল হক বাচ্চুর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, গোসাইবাড়ী ছোটদিয়ার স্পোর্টিং ক্লাব ও শান্তাহার স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন টি,আই, এম নুরুন্নবী তারিক, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ধুনট উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল হাই খোকন সাধারণ সম্পাদক ধুনট উপজেলা আওয়ামী লীগ ও ধুনট উপজেলা চেয়ারম্যান। মোঃকামরুল হাসান, ত্রাণ বিষয়ক সম্পাদক,ধুনট উপজেলা আওয়ামী লীগ, আবু সালেহ স্বপন, সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা ছাত্রলীগ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম (সবুজ), সাগর, প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন, আব্দুল হাই খোকন, সাধারণ সম্পাদক ধুনট উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ধুনট উপজেলা পরিষদ, সহকারী হিসেবে ছিলেন, ইকবাল হোসেন রিপন সাবেক সভাপতি ধুনট উপজেলা ছাত্রলীগ। সঞ্চালনায় ছিলেন, আবু সাদ্দাত (সায়েম) সহ – সভাপতি, ধুনট উপজেলা ছাত্রলীগ। উক্ত খেলায় ছোটদিয়ার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ৪-৩ গোলে বগুড়ার শান্তাহার স্পোর্টিং ক্লাব বিজয়ী লাভ করেন। পরে আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে উপস্থিত অতিথিগন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।