রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
হেলাল সরকার,বগুড়াঃ
বগুড়ার ধুনটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ এর মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।শুক্রবার (২৮ জুলাই) উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরুল আমিন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম খাঁন শরিফ, পৌর মেয়র এ জি এম বাদশাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, সিরাজুল হক লিটন, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক ছাত্রনেতা মাইদুল ইসলাম রনি, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।খেলায় বালক দলের ফাইনাল খেলায় ওয়ালাহামিদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও কালের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং বালিকা দলের ফাইনাল খেলায় যুগিগাঁথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ নিক্তি পোঁতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।