রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনটে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ধুনটের সদর ইউনিয়নের পার ধুনট গ্রামের যুবসমাজের আয়োজনে গত (৩০ জুন) বিকেলে ঈদগাঁ মাঠ সংলগ্ন মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় শেখ কামাল ফুটবল একাদশ দুই এক গোলে শেখ রাসেল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যান্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি রেজাউল করিম,সমন্বয়ক জিয়াউল হক, ব্যবস্থাপক আসাদুল ইসলাম, ইউ পি সদস্য সুলতান মাহমুদ, খেলা পরিচালনা করেন আল আমিন, আমিনুল ইসলাম, আব্দুল মালেক।