শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
এম. আর রাসেল হোসাইন:
বৃহস্পতিবার বেলা ১১টায় মডেল প্রেস ক্লাব পাবনা’র পক্ষ থেকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) কে। এরপর শুভেচ্ছা জানানো হয় পাবনার সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্জ মোশারফ হোসেন কে। এরপর “মডেল প্রেস ক্লাব পাবনা”র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন পাবনার পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান। দুপুর প্রায় পৌনে তিনটার দিকে পাবনা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে মডেল প্রেস ক্লাব পাবনার ১৫ জন সাংবাদিক। “মডেল প্রেস ক্লাব পাবনা”‘র পক্ষ থেকে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর হাতে ফুলের তোরা তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য ২০/০৫/২০২২ তারিখ শুক্রবার বেলা ১০ টায় পাবনা শহরের আব্দুল হামিদ রোডের আক্তারুজ্জামান টাওয়ারের ৪র্থ তলায় এটিএন বাংলা পাবনা অফিসে যাত্রা শুরু করে “মডেল প্রেস ক্লাব পাবনা”। প্রায় ৩০ জন সাংবাদিকদের উপস্থিতিতে ২৫ সদস্য বিশিষ্ট “মডেল প্রেস ক্লাব পাবনা”‘র একটি কমিটি গঠন করা হয়। সর্ব সম্মতিক্রমে “ন্যাশনাল ডেইলি নিউজ এজেন্সি” এর সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক সমতল পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল নাহিদ মিয়া (নাহিদ মিথুন) কে সভাপতি,
এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ মোবারক বিশ্বাসকে সাধারন সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি ও আমার সংবাদের পাবনা প্রতিনিধি মজিবুল হক লাজুককে সাংগাঠনিক সম্পাদক করা হয়”মডেল প্রেস ক্লাব পাবনা”‘র কমটির অন্যান্য সদস্যরা হলেন
ডেইলি সারাবাংলা২৪.কম বিশেষ প্রতিনিধি ইমরান খান মানিককে প্রচার সম্পাদক, করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। কমিটির সহ সভাপতি হলেন, এশিয়া টিভি ও ভোরের ডাকের নিজস্ব সংবাদদাতা পায়েল হোসেন রিন্টু, যায় যায় দিনের বেড়া উপজেলা প্রতিনিধি উজ্জল হোসাইন, সমবাংলার পাবনা প্রতিনিধি মোঃ আমিনুল হক, সহ সাধারণ সম্পাদক মাইটিভি ঈশ্বরদী উপজেরা প্রতিনিধি সবুজ মোল্লা, এসটিভি পাবনা জেলা প্রতিনিধি এম.জে সুলব খান, সাংবাদিক মনোয়ার পারভেজ মানিক, সহ সাংগাঠনিক সিরাজুল ইসলাম রোকন সপ্তাহিক সমকোণ, অর্থ সম্পাদক সাংবাদিক শামসুর রহমান শাহিন, সহ-প্রচার রাসেল হোসাইন দৈনিক খবর বাংলা প্রতিদিনি, দপ্তর সম্পাদক রাসেল তালুকদার কলকাতা টিভি জেলা প্রতিনিধি, সহ-দপ্তর আল আহসান হক মাসুক সিএনএন বাংলা টিভি পাবনা জেলা প্রতিনিধি, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা হ্যাপী এনপিএস নিউজ, সমাজ কল্যান সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরার পাবনা প্রতিনিধি আজিম হায়দার, তথ্য ও গবেষনা সম্পাদক মো: তুহিন হোসেন এক্সপ্রেস নিউজ পাবনা প্রতিনিধি, দৈনিক সিনসার আব্দুল্লাহ আল মোমিন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ গিয়াস উদ্দিন দৈনিক তৃতীয় মাত্রার ভাঙ্গুরা প্রতিনিধি, মোঃ ফারুক হোসেন যায়যায় দিন সাঁথিয়া প্রতিনিধি, সিহাব মাহমুদ আলোকিত ৭১ বিশেষ প্রতিনিধি, জীম হোসাইন, ইমরান হোসেন।
মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কার্যক্রমের সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সভাপতি নাহিদ মিথুন। এ সময় মডেল প্রেস ক্লাব পাবনার সাধারন সম্পাদক মোবারক বিশ্বাস ও সাংগাঠনিক সম্পাদক মুজিবুল হক লাজুক সার্বিক কার্জক্রম তদারকি করে সুষ্ঠ ভাবে সম্পন্ন করেন।