admin
- ৫ মে, ২০২৩ / ৬৮ Time View
Reading Time: < 1 minute
মো. মোরসালিন ইসলাম দিনাজপুর :
বৃহস্পতিবার ৪ ( মে ) সকাল অনুমান ১১:০০ ঘটিকায় পার্বতীপুর থানাধীন ৯নং হামিদপুর ইউনিয়নের মোবারকপুর রেল ক্রসিং পারাপারের সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে মোটরসাইকেল এর সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয় । নিহত হামিদুল ইসলাম (৪০), পিতা: মৃত কনছের আলী, গ্রাম: মুন্সিপাড়া, থানা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম, নিহত সুশান্ত (৪০), পিতা: অলোক মোহন রায়, গ্রাম: কৈমারী, পাটোয়ারীপাড়া, থানা: জলঢাকা, জেলা: নীলফামারী দ্বয় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত আছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকাবাসীর দাবি রেল ক্রসিং নিরাপত্তা প্রহরী নিয়োগ করার জন্য জোর দাবি জানিয়েছে।