রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

যারা ছাত্র রাজনীতি চায় না তারা শিক্ষক হওয়ার যোগ্য না

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িত অপরাধীদের বিচারের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।সোমবার (২১ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন-সংলগ্ন প্যারিস রোডে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে একাগ্রতা পোষণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ অবায়দুল রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ।এ সময় মানববন্ধনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহŸায়ক আব্দুল্লাহ আল-মামুন বলেন, অতীতে যেসব ঘটনা ঘটেছে আমরা সব ঘটনার বিচার চাই। এছাড়া ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতিগুলো শিক্ষকদের তিনটা পর্যায়ে নেওয়া সম্ভব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না। যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে মনে করেন ছাত্র রাজনীতি না থাকা ভালো তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি থাকাটা খুবই দরকার। কারণ ছাত্ররাজনীতিতে সচেতন হয়ে দেশকে তারাই নেতৃত্ব দেবে।বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম কামরুল আহসানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান-উল-ইসলাম বলেন, দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করতে তৎকালীন মৌলবাদী জামায়াত-বিএনপির জোট সরকার যে নারকীয় গ্রেনেড হামলা চালিয়েছিল সে ঘটনায় ২৪ জনকে প্রাণ দিতে হয়েছে। পাকিস্তানি পন্থায় দেশকে পরিচালনা করতে এই হত্যাকাÐ চালানো হয়। গ্রেনেড হামলায় যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসাসেবাও নিতে দেওয়া হয়নি যেন তারা রাস্তায় মারা যায়। এ ছিল তৎকালীন জোট সরকারের ঘৃণ্য রাজনীতি।তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হয়েছে। দেশে যখনই নির্বাচন আসে তখন সরকারের অপপ্রচার আরও বেগবান হয়। আওয়ামী লীগ ক্ষমতা এলে আজানের ধ্বনি শুনা যাবে না এমন সব মিথ্যাচার চালানো হয়। বাংলাদেশে থাকতে হলে দেশের সংবিধান মেনে চলতে হবে। এ সময় সকলকে বিচারের কাঠগড়ায় আনতে সরকারের কাছে আহন জানান তিনি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ২০০৪ সালে দেশের মানুষ যখন শেখ হাসিনার ওপর বিশ্বাস করতে শুরু করেছিলেন তখনই এই নারকীয় গ্রেনেড হামলা চালায় মৌলবাদী বিএনপি সরকার। শেখ হাসিনা বঙ্গবন্ধুর শেখানো পথ দিয়েই হাঁটছেন। ১৫ আগস্ট ও ২১ আগস্ট আল্লাহ নিজে শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। তাকে দিয়ে ভালো কাজ হচ্ছে এবং হবে, এজন্যই তিনি বেঁচে আছেন। জনগণের হৃদয়ের উত্তাপ থেকে আওয়ামী লীগের জন্ম। ২১ আগস্ট শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন নেতাকর্মীরা, এখন রক্ষা করবে দেশের জনগণ। এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রæত শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।এ সময় আরও বক্তব্য দেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরণঞ্জিত মহালদার।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com