মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

News Headline :
শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে ছয় জন গুরুতর আহত খুনিরা অধরা পাবনায় জুলাই আগষ্ট বিপ্লবে নিহত-আহতদের পরিবার আতংকিত শহীদ নিলয়ের পরিবার ভয়ে মামলা করেনি ভিসি প্রো-ভিসি নিজেরাই কোটার সুবাধে চেয়ারে বসে আছে-রাবি কর্মচারী পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডিপুটি স্পিকার কারাগারে পাবনায় মোটর সাইকেল ছিনতাই ২জন গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার রাজশাহীর তানোরে বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুরের বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ শ্যামনগর প্রধান সড়কে বিচালী ইট কাঠ নেটের ঘেরা শ্যামনগরে ভ্যানে চাদর আটকিয়ে এক বৃদ্ধের মৃত্যু রাজশাহীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯ শ্যামনগরে সুন্দরবনের গরান জ্বালানী কাঠ কাটার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে জিএম কাদেরের নেতৃত্বে মূল ধারার রাজনীতি করতে ঐক্যবদ্ধ

????? ??????? ?????????? ????? ???????? (????) ?????

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল.রংপুর:
#রওশন এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার ঘোষণায় রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা
# একদিনের সফরে আসছেন জিএম কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা ও নির্বাচন পরবর্তীতে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টির মধ্যে বিভেদ-বিভক্তি দেখা দিয়েছে। ঢাকায় জাতীয় পার্টির ৬৭১ জন নেতাকর্মী পদত্যাগও করেছেন। এর পরেই গত ২৮ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। তাঁর এমন ঘোষণার পর জাতীয় পার্টির দুর্গ বলে খ্যাত রংপুরের চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির নেতাকর্মীরা। কিছুদিন পর পর দলের মধ্যে এমন বিভেদ-বিভক্তির ঘটনায় সাধারণ মানুষ বিরক্ত বোধ করছেন। জাপা নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলে এমন অভিব্যক্তি জানাগেছে। নেতাকর্মীরা জিএম কাদেরের নেতৃত্বে মূল ধারার রাজনীতি করতে ঐক্যবদ্ধ ঘোষনাও দিয়েছেন।
এদিকে জাতীয় পার্টির মধ্যে এমন দ্বন্দ্ব ও বিভেদের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টিকে বিরোধী দল এবং দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর পরেই দলটির জিএম কাদের পন্থীরা উজ্জীবিত হয়েছে। তারা জিএম কাদেরের নেতৃত্বে মূল ধারার রাজনীতি করার প্রত্যায় ব্যক্ত করেছেন। বিরোধী দলীয় নেতা হিসেবে অনুষ্ঠানিক স্কীকৃতি লাভের পর আজ বৃহস্পতিবার একদিনের সফরে দলের দূর্গ হিসেবে খ্যাত রংপুর আসছেন জিএম কাদের। এদিন তিনি বিমানযোগে ঢাকা থেকে রংপুরে আসবেন। পরে দুপুরে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে শায়িত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করবেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার কথাও রয়েছে।
রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, আমরা এসব বিষয় আমলে নিচ্ছি না। কে কী করল তা দেখার সবয় নেই। আমরা মূল ধারার রাজনীতি করি। রংপুর বিভাগসহ সারাদেশে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ রয়েছে, থাকবে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাপার সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক বলেন, রওশন এরশাদ নিজেকে কী ঘোষণা করেছেন তা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। আমরা জিএম কাদেরেরে নেতৃত্বে মূল ধারার রাজনীতি করি। আমরা ঐক্যবদ্ধ রয়েছি।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টির দূর্গ হচ্ছে রংপুর। এই বিভাগ সহ সারাদেশে বিষয়টির কোন প্রভাব পড়বে না। আর ভবিষ্যতে পড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রওশান এরশাদ পন্থী একাধিক নেতা ও তৃণমূলের কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি সুনাম ছিল। সারাদেশে ভোট ও নেতাকর্মী রয়েছে। কিন্তুু জিএম কাদেরের নেতৃত্বে কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরা ভুবি হয়েছে।
এর আগে ২৮ জানুয়ারি রোববার গুলশানে নিজ বাসভবনে জিএম কাদের বিরোধী নেতাকর্মীদের নিয়ে সভায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। একইসঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com