রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটি ঘোষনা হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি-সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে রংপুর নগরীতে আনন্দ মিছিল করেলে দলটির নেতাকর্মীরা।
রোববার বিকেলে নগরীর শাপল চত্বর থেকে রংপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার ও সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিল নগরীর শ্যালো মার্কেট হয়ে গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলা এবং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই জেলা ছাত্রদলকে সু-সংগঠিত করতে ঐক্যবদ্ধ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ৯ই জুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করেন।