সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে বিভিন্ন পূজামন্ডপ। শাস্ত্র মতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা করা হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। কল্যাণময়ী, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতিবছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এদিকে নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সরস্বতি পূজা উপলক্ষ্যে সেখানে পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহানারা বেগম ও সভাপতি বাবু রামকৃষ্ণ সোমানীসহ শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রংপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয়। সেখানে পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জার আয়োজন করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর ভূপতি কুমার রায়, পূজা কমিটির আহ্বায়ক বিজয় চন্দ্র দাস, সদস্য সচিব দীনবন্ধু রায়, সদস্য সৌরভ দাশ, পুরোহিত ও হিন্দু ধর্মীয় শিক্ষক স্বপন কুমার রায় প্রমুখ। এছাড়াও এছাড়াও কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-মন্ডব ও বাসাবাড়িতে নানা আয়োজনে সরস্বতি পূজা উদ্যাপিত হয়।