বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল,রংপুরঃ
ভূমিহীনদের পুনর্বাসন, দ্রব্যমূল্য হ্রাস ও আর্মি-পুলিশের রেটে রেশনের দাবিতে রংপুর মহানগরীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর মডার্ণ মোড় থেকে শাপলা চত্তর পর্যন্ত ভূমিহীন ও গৃহহীন সংগঠন রংপুর এর আয়োজনে দ্বিতীয় পদযাত্রা অনুষ্ঠিত হয়।সংগঠনের প্রধান সংগঠক, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু ,সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, সংগঠক আনোয়ারা বেগম, সাম্মা জাহানসহ ভূমিহীন নেতৃবৃন্দ পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন।বক্তারা বলেন, আগামী ২ জুলাই প্রধানমন্ত্রী রংপুরে আসবেন, রংপুরবাসীকে নানান প্রতিশ্রুতি দিবেন। কিন্তু ভূমিহীনদের জন্য তিনি কি ব্যবস্থা করবেন তা জানতে চায় রংপুরের হাজার হাজার ভূমিহীন। এই ভূমিহীনরাই নগরীর চালিকাশক্তি। কিন্তু তারা যে উপার্জন করে তা দিয়ে তিনবেলা ভালোভাবে খেতে পারে না। তার উপর বাসাভাড়া যোগাড় করা তাদের জন্য ভীষণ কষ্টকর। জেলা প্রশাসন বলছে সিটিতে ভূমিহীনদের পুনর্বাসনে আইনী বাধা আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, সেই আইনী বাধা দূর করে সিটিতে ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম গরীব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে এবং আর্মি-পুলিশের রেটে ভূমিহীনসহ সকল নিম্ন আয়ের মানুষের জন্য রেশনের ব্যবস্থার দাবি জানানো হয়।