রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর জেলা শাখার এক আলোচনা, কর্মীসভা, ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত কর্মীসভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, আমন্ত্রিত অতিথি ছিলেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু, প্রধান বক্তা ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, বিশেষ অতিথি ছিলেন, এ্যাড. আমিনুল ইসলাম ফুকু, বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দল নেতা আসাদুজ্জামান বাবু, শামীম মিয়া প্রমুখ। এসময় জেলা বিএনপির সদস্য নিকসন পাইকার, তাঁতী দল জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ মিথুন সহ শ্রমিক দল কেন্দ্রীয়, রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ ছাড়াও রংপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আসাদুজ্জামান বাবুকে আহবায়ক, সাদেকুল ইসলাম ও হাবিবুর রহমান লেবু যুগ্ম আহবায়ক এবং শামীম মিয়াকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত কমিটিতে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের সম্মেলনের মাধ্যমে আগামী দুইমাসের মধ্যে কমিটি গঠন করবেন বলে দলীয় নির্দেশনা দেয়া হয়। এদিকে নব ঘোষিত রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক ও সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে রংপুর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।