বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
Reading Time: 2 minutes
সংবাদ বিজ্ঞপ্তি, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর :
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক দিনাজপুর জেলার ২২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের এবং দিনাজপুর জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা।
২০.০২.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দিনাজপুর এর আদালতে দিনাজপুর জেলার ২২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানগুলি হচ্ছে-
১) মেসার্স এএসএম ব্রিকস, বড় মাগুরা, নয়াপাড়া, বি-কাঁচদহ, নবাবগঞ্জ, দিনাজপুর;২) মেসার্স এসএমবি ব্রিকস, চেরাগপুর, রঘুনাথপুর, নবাবগঞ্জ, দিনাজপুর;৩) মেসার্স ডাবিøউআরএস ব্রিকস, বড় রঘুনাথপুর, নবাবগঞ্জ, দিনাজপুর;৪) মেসার্স এএমবি ব্রিকস, হরিপুর, খলিশাগাড়ী, নবাবগঞ্জ, দিনাজপুর;৫) মেসার্স এমআরএস ব্রিকস, মালারপাড়া, কড়াইবিল, দাউদপুর, নবাবগঞ্জ, দিনাজপুর;৬) মেসার্স এমএমবি ব্রিকস, চকদলু, নারামপুর, নবাবগঞ্জ, দিনাজপুর;৭) মেসার্স আরএবি ব্রিকস, হরিপুর, খলিশাগাড়ী, নবাবগঞ্জ, দিনাজপুর;
৮) মেসার্স এবি ব্রিকস, মালারপাড়া, নবাবগঞ্জ, দিনাজপুর;৯) মেসার্স টিএইচএম ব্রিকস, রামভদ্রপুর, বিনোদপুর, নবাবগঞ্জ, দিনাজপুর;১০) মেসার্স আরএমএ ব্রিকস, হরিপুর, খলিশাগাড়ী, নবাবগঞ্জ, দিনাজপুর;১১) মেসার্স এওএল ব্রিকস, গোলাপগঞ্জ, খলিশাগাড়ী, নবাবগঞ্জ, দিনাজপুর;১২) মেসার্স এসআরবি ব্রিকস, হেয়াতপুর, নবাবগঞ্জ, দিনাজপুর
১৩) মেসার্স মা ব্রিকস, খানসামা রোড, বীরগঞ্জ, দিনাজপুর; ১৪) মেসার্স এসএইচবি ব্রিকস, দেবীপুর, বীরগঞ্জ, দিনাজপুর;১৫) মেসার্স এসএইচবি ব্রিকস-২, নখাপাড়া, কল্যাণীহাট, বীরগঞ্জ, দিনাজপুর; ১৬) মেসার্স উজ্জল ব্রিকস, কাশিপুর, লাটেরহাট, বীরগঞ্জ, দিনাজপুর;
১৭) মেসার্স এমআইএস ব্রিকস, সেনিহারী, সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর;১৮) মেসার্স এমআই ব্রিকস, দেওখড়া, বোচাগঞ্জ, দিনাজপুর; ১৯) মেসার্স জেড ব্রিকস, রামদাসপাড়া, সেতাবগঞ্জ, বোচাগঞ্জ, দিনাজপুর;২০) মেসার্স বিকেবি ব্রিকস, বকুলতলা, জিনোর, বোচাগঞ্জ, দিনাজপুর; ২১) মেসার্স রিপন (আরকেডি) ব্রিকস, আলমপুর, বোচাগঞ্জ, দিনাজপুর ও
২২) মেসার্স ভাই ভাই ব্রিকস, আনোড়া, বোচাগঞ্জ, দিনাজপুর।
একই সাথে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযানও পরিচালিত হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আলামত জব্দ করা হয়, সে প্রতিষ্ঠানগুলি হচ্ছে-১) মেসার্স সরকার ফুড প্রোডাক্টস, কাউগা, সদর, দিনাজপুর;২) মেসার্স নাজমা ব্রিকস, গোয়ালহাট, সদর, দিনাজপুর;৩) মেসার্স মান্নান হোটেল, লক্ষীতোলা, সদর, দিনাজপুর; ৪) মেসার্স অর্নব ব্রিকস, রাঙ্গামাটি, ফুলবাড়ী, দিনাজপুর;
৫) মেসার্স এআরবি ব্রিকস-২, বেজাই মোড়, ফুলবাড়ী, দিনাজপুর; ৬) মেসার্স লাভলী ফুড ইন্ডাস্ট্রিজ, রাজারামপুর, ফুলবাড়ী, দিনাজপুর; ৭) মেসার্স এলএইচ ব্রিকস, রাজারামপুর, ফুলবাড়ী, দিনাজপুর; ৮) মেসার্স গুপ্তা ব্রিকস, রাজারামপুর, ফুলবাড়ী, দিনাজপুর;
৯) মেসার্স গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, মেইন রোড, রাজারামপুর, ফুলবাড়ী, দিনাজপুর এবং ১০) মেসার্স এনবি ব্রিকস, রাজারামপুর, ফুলবাড়ী, দিনাজপুর।
উক্ত অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান। অভিযানে সহায়তা প্রদান করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ)উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।