শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

রংপুর সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৪০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আলামত জব্দ

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি, বিএসটিআই, রংপুর :
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৪০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ|
০৭.০২.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-
ক)সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হলো :
১. এম টি আর ব্রিকস, গর্বোর দোলা, বড় পুলের পাড়, কাঁঠালবাড়ি, সদর, কুড়িগ্রাম,২. মেসার্স আর আর ব্রিকস, ভোগডাঙ্গী, সদর, কুড়িগ্রাম,৩. মেসার্স এইচ টি ব্রিকস, নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ৪. মেসার্স এ এন ব্রিকস, এগারো মাথা, নাগেশ্বরী, কুড়িগ্রাম
৫. মেসার্স এম বি ব্রিকস, নিলুরখামার, সন্তোষপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ৬. মেসার্স এম যে এইচ ব্রিকস, কেতার মোড়, সদর, কুড়িগ্রাম ৭. মেসার্স ফোর স্টার ব্রিকস, পূর্ব কুমুরপুর, ঘোগাদহ, সদর, কুড়িগ্রাম,৮. মেসার্স এস বি ব্রিকস, নীলুরখামার, ব্যাপারীহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ৯. মেসার্স এস আর বি ব্রিকস, নিলুরখামার, সন্তোষপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম ,১০. মেসার্স ডি কে ব্রিকস, টগরাইহাট, প্রতাপ, সদর, কুড়িগ্রাম, ১১. মেসার্স যে এস ব্রিকস ফিল্ড, এগারো মাথা, নাগেশ্বরী, কুড়িগ্রাম ,১২. মেসার্স এ যে পি ব্রিকস, উত্তর ব্যাপারীরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম,১৩. মেসার্স এম এস পি ব্রিকস, বেলগাছা, খলিলগঞ্জ, সদর, কুড়িগ্রাম, ১৪. মেসার্স এমআর কে ব্রিকস, হরিরাম, গর্ববীল, বেলগাছা, সদর, কুড়িগ্রাম , ১৫. মেসার্স আর কে ব্রিকস, হরিরাম, গর্ববীল, বেলগাছা, সদর, কুড়িগ্রাম, ১৬. মেসার্স জি এম ব্রিকস -১, বাঞ্চারাম, সদর, কুড়িগ্রাম , ১৭. মেসার্স জি এম ব্রিকস -২, বেলগাছা, সদর, কুড়িগ্রাম, ১৮. এস এস বি ব্রিকস বাঞ্চারাম, মোগলবাসা, সদর, কুড়িগ্রাম , ১৯. মেসার্স এম এম বি ব্রিকস গোড়াই, পাচপীর, উলিপুর, কুড়িগ্রাম , ২০. মেসার্স এস এ ব্রিকস , গোড়াই কল্যাণ, পাঁচপীর, উলিপুর, কুড়িগ্রাম, ২১. মেসার্স এস এম বি ব্রিকস , গড়াই রঘুরাই, দুর্গাপুর, উলিপুর, কুড়িগ্রাম, ২২. মেসার্স এম এইচ বি ব্রিকস , মাধবপুর ভোগডাঙ্গা, সদর, কুড়িগ্রাম , ২৩. মেসার্স এ আই ব্রিকস , মনোদ্দীতেমনি, ভাংগামোড়, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ২৪. মেসার্স থ্রি স্টার ব্রিকস , রসুলপুর, ঘোগাদহ, সদর, কুড়িগ্রাম , ২৫. মেসার্স সি এইচ ব্রিকস , পরমালী, ভোগডাংগা, সদর, কুড়িগ্রাম , ২৬. মেসার্স এস এস ফোর ব্রিকস , নওদাবাস, ভোগডাংগা, নাগেশ্বরী, কুড়িগ্রাম। , ২৭. মেসার্স কুড়িগ্রাম ব্রিকস , ভিতরবন্দ, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ২৮. মেসার্স মোল্লা ট্রেডার্স , নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ২৯. মেসার্স এম এ বি ব্রিকস ,, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ৩১. মেসার্স মুন ব্রিকস , ধনীগাগলা, নাগেশ্বরী, কুড়িগ্রাম , ৩২. মেসার্স এ বি ব্রিকস , নেওয়াশী, ফুলবাড়ি, কুড়িগ্রাম, ৩৩. মেসার্স জনতা ব্রিকস , এগারো মাথা, নাগেশ্বরী, কুড়িগ্রাম , ৩৪. মেসার্স টি এম এইচ ব্রিকস ,জয়মনির হাট, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম,৩৫. মেসার্স এম এস এইচ ব্রিকস ,আজোয়াতারি, ফুলবাড়ি, কুড়িগ্রাম, ৩৬. মেসার্স ডবিøউ এ এইচ ব্রিকস , আজোয়াটারী, গংগাটাহাট, কাশিপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ৩৭. মেসার্স ডি এ ব্রিকস , আলেপের তেপতি, সন্তোষপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ৩৮. মেসার্স এম বি এম এন্টারপ্রাইজ , সোনাইর খামার, রায়গঞ্জ, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ৩৯. মেসার্স এফ এম ভি ব্রিকস , সন্তোষপুর, ব্যাপারিরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ৪০. মেসার্স এস এন ব্রিকস , বপারীরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ ইশতিয়াক আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ) উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান,

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com