রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শিহাব আহম্মেদ-নিজস্ব সংবাদদাতা:
অভিনেতা হিসাবেই বেশি পরিচিত হাসান মাসুদ। তবে অভিনয়ে আসার আগে তিনি ছিলেন সাংবাদিক। সাংবাদিকতা ছেড়ে ২০০৮ সাল থেকে নাটক ও সিনেমায় অভিনয় শুরু করেন। তবে ২০১৬ সালের পর থেকে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দেন তিনি। এরইমধ্যে ছোটদের একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন তিনি। বর্তমানে সেই স্কুলের কার্যক্রম পরিচালনা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তবে নতুন খবর হলো তিনি আবারও সাংবাদিকতায় ফিরছেন। সম্প্রচারের অপেক্ষায় থাকা একটি দেশীয় টিভি চ্যানেলে ক্রীড়া বিভাগের প্রধান হিসাবে চাকরি শুরু করছেন তিনি। এ প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘আমি সাংবাদিকতার শুরুতে একজন ক্রীড়া সাংবাদিক ছিলাম। কিন্তু বিবিসিতে কাজ শুরু করার পর ক্রীড়ার পাশাপাশি অন্য সব বিষয়ের সাংবাদিকতা শুরু করি। তবে আমার প্রিয় বিষয় হলো খেলা। দীর্ঘ সময় পর সেই কাজটিই শুরু করছি।’ আলোকিত ৭১ সংবাদ কে জানান আমি শুধু সাংবাদিক ই নই, আমি বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড ল্যাফটেন্যান্ট ও ছিলাম।