মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল আলম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।