রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,পাবনা:
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং পরিবেশ নিশ্চিত করণ ও সৌন্দর্য বর্ধনের লক্ষে বৃক্ষ রোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর পৌরসভার বাগান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার।এ সময় আ’লীগ নেতা সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।