বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ সাইফুল ইসলাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় করোনাকালীন সময়ে অসহায় নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া ১ হাজার দুস্থ পরিবারের মাঝে জিআরের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এতে প্রত্যেক সুবিধাভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জিআরের চাল বিতরণ করেন পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মণ্ডল, প্যানেল মেয়র ছামিউল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান, দীপক কুমার বাবলু, মশিউর রহমান বিপ্লব, মাহবুবুর রহমান, মাজেদুর রহমান প্রামাণিক রুনু, শাহীন প্রামাণিকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগণ।