বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর :
হাজারো মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও অশ্রুজলে চিরনিন্দ্রায় শায়িত হলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত কাউন্সিলর, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি ও মর্ডাণ মোড় মোটর শ্রমিক ইউনিয়নের দীর্ঘ ৩০ বছরের সাধারণ সম্পাদক, ঐতিহাসিক জিয়াতপুকুর মাজার শরীফ জামে মসজিদের সভাপতি সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম। গত শনিবার ঐতিহাসিক জিয়াতপুকুরের ৮৪তম ওয়াজ মাহফিল চলাকালে অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন), মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, অসুস্থ মাসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য শুভাকংখী রেখে গেছেন। সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম মৃত্যুর আগে নগরমীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, নগর মীরগঞ্জ বাজার কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, শিক্ষা, ধর্মীয় ও ক্রীড়ামুলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার পিতা সৈয়দ আব্দুল মোবিন শাহজাদা মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর কোতয়ালী থানার সাবেক সভাপতি ছিলেন। গতকাল রোববার বাদ জোহর রংপুর নগরীর ধর্মদাস মিয়াপাড়া এলাকার ঐতিহাসিক জিয়াতপুকুর মাজার শরীফ জামে মসজিদ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, মরহুমের চাচা আলহাজ্ব সৈয়দ বাবু, মামা অধ্যাপক মোজাহার আলী, স্থানীয় কাউন্সিলর শাহাদৎ হোসেন, আবু তালেব প্রমুখ। জানায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জাসদসহ স্থানীয় কয়েক হাজার মানুষজন উপস্থিত ছিলেন। এদিকে সৈয়দ মাহবুব মোর্শেদ শামীমের অকাল মৃত্যুতে সাধারণ মানুষজন, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।