admin
- ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ / ১১৮ Time View
Reading Time: < 1 minute
মুরাদ হোসেন,হাবিপ্রবি, দিনাজপুর:
প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করে বিশ্ববাসী। সে ছোঁয়া অনেক আগেই লেগেছে বাংলাদেশে। প্রিয় মানুষটিকে ঘিরে নানান আয়োজন, পরিকল্পনা থাকে বিশেষ এ দিনটিতে । মা-বাবা, পরিবার, আত্মীয়-স্বজন দের প্রতি ভালোবাসা প্রদর্শনের এ এক বিশেষ দিন। তবে প্রিয় মানুষদের জন্য বাসন্তী রঙে বিশ্ব ভালোবাসা দিবস হয়ে উঠে প্রাণের মেলা। বিশ্ব ভালোবাসা দিবসকে শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষ একটি দিন ভেবে প্রেম বিরোধী বিভিন্ন পরিকল্পনা ও কর্মকাণ্ড হাতে নেয় আশপাশে থাকা সিঙ্গেল যুবক-যুবতীরা। পরিকল্পনা বাস্তবায়নে গড়ে ওঠে শত শত সিঙ্গেল কমিটি। পূর্বের ধারাবাহিকতায় এবছরও গঠিত হয়েছে হাবিপ্রবির অর্ধশতাধিক সিঙ্গেল কমিটি। দিনাজপুর-ঢাকা মহাসড়কের কোল ঘেষে গড়ে ওঠা সবুজ ক্যাম্পাস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ,বিভাগ, ব্যাচ এবং আবাসিক হল ভিত্তিক গড়ে উঠেছে অধ্যয়নরত শিক্ষার্থীদের সিঙ্গেল কমিটি।
কমিটিগুলোর মধ্যে বিজ্ঞান অনুষদ-২০ ব্যাচ সিঙ্গেল কমিটি, ইউনিয়ন অফিস গণরুম সিঙ্গেল কমিটি, এফপিই বিভাগ-২০ ব্যাচ সিঙ্গেল সোসাইটি, রসায়ন বিভাগ সিঙ্গেল কমিটি, মেকানিক্যাল ২০ সিঙ্গেল কমিটি, হাবিপ্রবি সিঙ্গেল সোসাইটি বিএস(মার্কেটিং) শাখা, অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের সিঙ্গেল কমিটি বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন স্লোগান সম্বলিত এসব কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ অন্যান্য পদগুলোর মধ্যে প্রেমের অপকারিতা পরামর্শ বিষয়ক সম্পাদক, পুরুষ উন্নয়ন বিষয়ক সম্পাদক,সচেতন সিঙ্গেল ঐক্য বিষয়ক সম্পাদক, নারী গবেষণা বিষয়ক সম্পাদক, নজরদারি বিষয়ক সম্পাদক উল্লেখযোগ্য। প্রেমঘটিত কর্মকাণ্ডে যুক্ত থাকার দায়ে প্রায় সবগুলো কমিটিতে আজীবন নিষিদ্ধ করা হয়েছে বেশ কয়েকজনকে। বিজ্ঞান অনুষদ-২০ ব্যাচের সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক রাহাত হোসেন বলেন, প্রেমের নামে ভন্ডামি, ছলনা, প্রতারণা এগুলোর বিপক্ষে রুখে দাঁড়ানোর পাশাপাশি সর্বস্তরের সিঙ্গেলদের স্বান্তনা প্রদানের লক্ষ্যে আমরা কমিটি গঠন করছি। একাধিক কমিটির সভাপতিবৃন্দ জানিয়েছেন, সিঙ্গেলদের স্বার্থ সমুন্নত রাখতে এবং অধিকার আদায়ে তারা কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে আমরা কিছু ইশতেহার ঘোষণা করা হয়েছে।” তবে মিঙ্গেল থাকা সত্ত্বেও কমিটিতে পদ পাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন পদ বঞ্চিত একাধিক সিঙ্গেল শিক্ষার্থী।