admin
- ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ / ১০৪ Time View
Reading Time: < 1 minute
মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে দুইদিনব্যাপী অমর একুশে বইমেলা-২০২৩। প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখা পঞ্চমবারের মতো এ বইমেলার আয়োজন করেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টিএসসির নিচ তলায় বইমেলার উদ্বোধন করেন হাবিপ্রবি’র উপাচার্য(রুটিন দায়িত্ব) প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, ইইই বিভাগের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সহকারি প্রক্টর জুয়েল সরকার সহ অন্যান্যরা। এ সময় প্রধান অতিথি বলেন, মাতৃভাষার দাবিতে আত্মদানের এক অভুতপূর্ব অধ্যায় সংযোজিত হয়েছে মানব ইতিহাসে। তরুণ প্রজন্মকে এসব ইতিহাস জানাতে বইমেলার বিকল্প নেই। হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি নাহিদুল ইসলাম হৃদয় জানিয়েছেন, প্রতিবছরের ধারাবাহিকতায় ভাষার মাস স্মরণে প্রথম আলো বন্ধুসভা এবারও বইমেলার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এবারও সাড়া দিবে বলে প্রত্যাশা করছেন তিনি। ১১ টি স্টলে গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, ধর্মীয় গ্রন্থ সহ বিভিন্ন রকমারি বইয়ের সংগ্রহ নিয়ে আয়োজিত দুইদিনব্যাপী এ বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, বছর ব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলার নিয়মিত আয়োজন করে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখা।