শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
বাহার উদ্দিন, ফুলপুর ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিকে ফুলপুর পৌরসভার পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়েছে। ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেনের সভাপতিত্বে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের সংবর্ধনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ হাকিম সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান গ্রামাউস নির্বাহী পরিচালক আব্দুল খালেক, তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অনিছুর রহমান আনিছ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী এবং ফুলপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বাবু,আবু বক্কর, রাব্বি সহ বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ মন্ত্রী কে শ্লোগানের এর মাধ্যমে বরণ করে নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। মিঃ শশধর সেন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে কৃতজ্ঞতাস্বরূপ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়কে সংবর্ধনা দেয়ার জন্য অধির অপেক্ষায় ছিলেন। এ সময় পর্যন্ত তিনি নিজ কার্যালয়ে বসে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়কে নিয়ে নিজ কার্যালয়ের দায়িত্বে গেলেন।