বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো. ইব্রাহীম, সরাইল :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টায় এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টার ও জে সিনারজি পিটিই লিঃ এর উদ্যোগে ৬’শ জন হতদরিদ্র নারী-পুরুষকে ঈদ উপহার দেওয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলার চুন্টায় এমিটি ট্রেইনিং সেন্টার কেন্দ্রে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টার সূত্রে জানা গেছে, প্রতিবছর ঈদ উপলক্ষে অসহায় মানুষের মধ্যে এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। এবারও উপজেলার চুন্টা ইউনিয়নসহ পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়নের ৬’শ জন অসহায় গরিব মানুষের মধ্যে লুঙ্গি,শাড়ি,থ্রি পিস,নগদ টাকা ও ইফতারী দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চুন্টা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির,আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান এমএ রহিম এবং এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মেজবাহ উদ্দিন প্রমূখ।