admin
- ২৯ নভেম্বর, ২০২২ / ১৪০ Time View
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
সাঁথিয়া, পাবনা, ২৯ নভেম্বর ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রশিক্ষিত করেছিলেন। নিরস্ত্র বাঙালি তাঁদের নিজস্ব সংস্কৃতিতে উজ্জ্বীবিত হয়ে যুদ্ধের মাধ্যমে মাত্র ৯ মাসে পাকিস্তানী সসস্ত্র হানাদার বাহিনীকে আত্মসমপর্ণে বাধ্য করেছিল। সংকট আসলে এই জাতি আবারও তাদের উত্তরাধিকারদের রুখে দিবে। আজ (মঙ্গলবার ২৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি সাঁথিয়া থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে “হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে” প্রতিপাদ্যে সাঁথিয়া গ্রাম থিয়েটারের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। ডেপুটি স্পীকার বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি ভাবধারার রাজনীতি এদেশে চালু করার আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এখন দুর্বল অবস্থায় রয়েছে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় নি। প্রতিটি পরিবারকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে তাহলেই চিহ্নিত শত্রুদের নির্মুল করা সম্ভব হবে। মোঃ শামসুল হক টুকু বলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার মাটি ও মানুষে নিমগ্ন হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে বাংলাদেশ কোন সংকটে পতিত না হয়। আর আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত থাকি তাহলে কোন অপরাজনীতি, অপসংস্কৃতি ও জঙ্গিবাদ আমাদের আঘাত হানতে পারবে না।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সাঁথিয়া গ্রাম থিয়েটারের সভাপতি আব্দুদ দাইন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হোসেন ময়না। এছাড়া সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া পৌর মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন, সাথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাথিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ সাথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব)সহকারী পরিচালক (গনসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।