শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) নির্বাচনে এসএম আব্দুল মুগণী নীরো সভাপতি ও মোঃ আবু হেনা মোস্তফা জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (০১ সেপ্টম্বর) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাফেটারিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এ দিন বিকাল সাড়ে ৪টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাড: নিজাম উদ্দিন, সহযোগীতায় ছিলেন, রাবি প্রফেসর ডা. মোঃ মাসুদুল হাসান খান মুক্তা ও প্রফেসার ডা. মোঃ আব্দুল খালেক।এর আগে দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।আরআরইউ নির্বাচনে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দিতা করেন দুই জন। সভাপতি পদে নির্বাচিত মোঃ আব্দুল মুগণী নীরো সর্বচ্চা ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে সর্বচ্চো ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবু হেনা মোস্তফা জামান।